tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৯ জুন ২০২৩, ২১:৪৪ পিএম

হত্যা মামলায় জামিন পেলেন ইমরান খান


image-477743-1634624902

নতুন একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান।


বৃহস্পতিবার (৮ জুন) ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তিনি।

গত ৭ জুন পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চেয়ে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় ইমরান খানের নাম উল্লেখ করে মামলা করে। গ্রেফতার এড়াতে এই মামলায় আগাম জামিন নিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ইমরান খানের আইনজীবী গোহর খান জানান, হত্যা মামলায় জামিনের জন্য এবং নতুন গ্রেপ্তার এড়াতে ডজনেরও বেশি মামলায় জামিনের মেয়াদ বাড়াতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান তার লাহোরের বাড়ি থেকে রাজধানী ইসলামাবাদে যান। ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তিনি। আগামী ১৪ দিনের মধ্যে তাকে পুনরায় গ্রেফতার করা যাবে না।

এর আগে, ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে দুর্নীতি মামলায় গ্রেফতার হন ইমরান খান। তাকে তিনদিন আটকে রাখা হয় এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে সে সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতাকর্মীরা সারাদেশে সহিংস বিক্ষোভ চালায়।

এন