tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৪ জানুয়ারী ২০২৩, ২১:৩৮ পিএম

মাদক-ইয়াবা মিয়ানমার থেকে আসে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক একপর্যায়ে বন্ধ হবে। সর্বনাশা মাদক-ইয়াবা মিয়ানমার থেকে আসে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মাদক নির্মূলে বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে।


মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যা বিষয়ে উভয় পক্ষে আলোচনা চলছে। ভারত সরকারও আন্তরিক। তারা সবসময় বলে থাকেন বর্ডার ক্লিন (সীমান্তে হত্যা) বন্ধ করবেন। তারপরও তারা করছেন। আমরা দুপক্ষই আন্তরিক এটা বন্ধ করতে। খুব শিগগির আমাদের পরিকল্পনা এটা বন্ধে আমরা সফল হবো।

তিনি আরও বলেন, তিস্তার পানি প্রবাহ না থাকলেও এ অঞ্চলে যাতে চাষাবাদ ও ফসল হয় সেজন্য আমাদের প্রধানমন্ত্রী যা যা করার তাই করছেন।

এন