tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২১, ২১:২২ পিএম

মহান বিজয়কে অর্থবহ করতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিন


বুলবুল-মাসুদ.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ গণমাধ্যমের উদ্দেশ্যে এক যৌথ বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনার আলোকে বাংলাদেশের বিজয়কে অর্থবহ করতে জনগণের সমর্থন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে বর্তমান সরকার ও ক্ষমতাসীনদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ আজ গণমাধ্যমের উদ্দেশ্যে এক যৌথ বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনার আলোকে বাংলাদেশের বিজয়কে অর্থবহ করতে জনগণের সমর্থন ও মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে বর্তমান সরকার ও ক্ষমতাসীনদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন।

সেই সাথে দেশের সকল জনগণের যাবতীয় ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে দল মত পার্থক্য ভুলে বিজয় উদযাপনের এই দিনে সবাইকে কাঁধে কাঁধ রেখে দেশকে এগিয়ে নিতে উদাত্ব আহবান জানান।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। বাংলাদেশ বিজয়ের ৫০বছর পার করছে এ-বছর। সে উপলক্ষ্যে নগরবাসীকে বিজয়ের শুভেচ্ছা।

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বিশ^ মানচিত্রে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জলতম একটি দেশ।

মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- সব ধর্মের-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। মহান বিজয় দিবসের এই দিনে জাতি গর্বিত ও আনন্দিত।

কিন্তু সরকারের অপরাজনীতি ও ভ্রান্ত নীতির কারণেই সে আনন্দ অনেকটাই ম্লান। দেশের মানুষের বাকস্বাধীনতা ও চলাফেরার স্বাধীনতা নেই। সরকার মানুষের সভা-সমাবেশ করার সাংবিধানিক ও মৌলিক অধিকার হরণ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মহান মুক্তিসংগ্রাম ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা নিজেদের একটি ভূ-খ- পেয়েছি অথচ আজও এই জনপদের মানুষ তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাধীনতার সুফল পায়নি।

গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য মহান স্বাধীনতার মূলমন্ত্র হলেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি।

আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ হতে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকলকে প্রতিহিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানায়।

মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের গৃহীত নানা কর্মসূচি সমূহ ঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ থানা / বিভাগসমূহে ১৪, ১৫, ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে যথাক্রমে- মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার পর্যন্ত ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

১. ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে ১৫ ডিসেম্বর মহানগরীর উদ্যোগে আলোচনা সভা। ২. ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে থানা/বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

এছাড়াও রক্তদান কর্মসূচী, ব্লাড গ্রুপিং, মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, আত্মকর্মসংস্থানমূলক কাজে সহযোগিতা প্রদান, পথশিশু ও এয়াতিমদের মাঝে খাবার বিতরণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সহযোগিতা প্রদান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বহুমুখী সমাজ সেবামূলক কর্মসূচী বাস্তবায়ন ইত্যাদি।( প্রেস বিজ্ঞপ্তি)

এইচএন