আন্তর্জাতিক
প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২৩, ১৫:০১ পিএম
দূতাবাস চালু করতে সৌদতে প্রতিনিধি পাঠাচ্ছে ইরান
Share on:
রিয়াদে ইরানের দূতাবাস খোলার প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি আরবে কারিগরি প্রতিনিধিদল পাঠাচ্ছে ইরান।
তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালু নিয়ে আলোচনা করতে শনিবার (০৮ এপ্রিল) ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর এ ঘোষণা দিল দেশটি।
রোববার (০৯ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বলেছে, ইরানের কারিগরি প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং সৌদি আরবে ইরানের দূতাবাস আবার চালুর ব্যবস্থা করবে।
আর সৌদি আরবের প্রতিনিধিদল রোববার সকালেই তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছেন বলে জানিয়েছে আইএসএনএ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশ দুটির শীর্ষ দুই কূটনীতিক চীনে আনুষ্ঠানিক বৈঠক করেন। ইরান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করার দুই দিন পর এই সৌদি প্রতিনিধিদল ইরান সফরে যায়।
এবি