tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
শিক্ষা প্রকাশনার সময়: ৩১ অগাস্ট ২০২৩, ০৯:৪১ এএম

১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ


3
১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৬ হাজারে বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


লিখিত পরীক্ষার ফল প্রস্তুত করে বুধবার (৩০ আগস্ট) রাতে টেলিটককে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার মধ্য রাতে এনটিআরসিএর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠানো হবে বলে আশা করছেন।

তিনি বলেন, ফল প্রস্তুত করে আমরা রাতে টেলিটককে পাঠিয়েছি। তারা ফলাফল প্রকাশ করে প্রার্থীদের এসএমএসে পাঠাবেন। তাদের প্রস্তুতিরও একটি বিষয় আছে। আশা করছি, রাতেই প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ফল প্রকাশ করবেন তারা।

টেলিটক ফল প্রকাশ করলে নির্ধারিত লিংকে (http://ntrca.teletalk.com.bd/result/) প্রবেশ করে ফল দেখতে পারবেন প্রার্থীরা। সেখানে নির্ধারিত স্থানে রোল নম্বর ইনপুট দিয়ে ও পরীক্ষা নির্বাচন করে ফল দেখা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের এসএমএসে ফলাফল পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করে এনটিআরসিএ। ঐ বছর প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

পরে ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ১ লাখ ৪০০০ প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের সংশোধিত বিধিমালা অনুসারে, ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হতো। গত ৫ জুলাই পরীক্ষার ৬০ দিন পূর্ণ হয়েছিল।

এন