tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০৭ নভেম্বর ২০২১, ১৭:৪৫ পিএম

ডিজেলের দাম না কমালে ধর্মঘট চলবে: ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি


truck_cavared.jpg

ডিজেলের অতিরিক্ত দাম না কমালে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।


ডিজেলের অতিরিক্ত দাম না কমালে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

Sirajganj-().jpg

আজ রোববার (০৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা এক ব্রিফিংয়ে ধর্মঘট অব্যাহত রাখার এ হুমকি দেন।

download.jpg

সেখানে নেতারা ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-

১. জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রতি লিটারে ১৫ টাকা প্রত্যাহার।

২. যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার।

৩. দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পণ্য পরিবহন যানের ওপর যে টোল নেয় তা বন্ধ করা।

তিন দফা দাবি মানা না হলে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমমুভার-টেইলার, মিনিট্রাক, পিকআপ ভ্যানের চলমান কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন নেতারা।

এইচএন