tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ মে ২০২২, ১২:৩৫ পিএম

ক্ষমতা ছাড়ছেন পুতিন?


Putin-2022

ক্যান্সার আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাটরুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। এই সময়ে তিনি শরীরে অস্ত্রোপচার করতে যাচ্ছেন।


রাশিয়ার রহস্যময় টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, পুতিনকে চিকিৎসকেরা বলেছেন তাকে অবশ্যই অস্ত্রোপচার করতে হবে। প্রত্যাশিত অস্ত্রোপচার এবং পরবর্তী প্রক্রিয়া পুতিনকে ‌‌‘স্বল্প সময়ের’ জন্য অক্ষম করে তুলতে পারে।

মার্কিন নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে পুতিনের কথিত 'অসুস্থ চেহারা এবং জনসাধারণের মধ্যে অস্বাভাবিকভাবে উদাসীন আচরণ' উল্লেখ করে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ক্যান্সার এবং পারকিনসন রোগসহ অন্যান্য গুরুতর অসুস্থতায় ভুগছেন বলে গুজব রয়েছে।

এক টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে, কিছুদিন আগে পুতিন নিকোলাই প্যাটরুশেভের সঙ্গে দুই ঘন্টা ‘হার্ট টু হার্ট’ কথোপকথন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওই পোস্টে দাবি করা হয়েছে, আমরা জানি পুতিন প্যাটরুশেভকে ইঙ্গিত দিয়েছেন তিনি তাকে কার্যত সরকারে তার একমাত্র বিশ্বস্ত মিত্র এবং বন্ধু হিসেবে বিবেচনা করেন।

এতে আরও বলা হয়েছে, পুতিন অঙ্গীকার করেছেন যদি তার স্বাস্থ্য আরও খারাপের দিকে নিয়ে যায়, তাহলে দেশের প্রকৃত নিয়ন্ত্রণ সাময়িকভাবে প্যাটরুশেভের হাতে চলে যাবে।

অসমর্থিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যাটরুশেভ একজন খলনায়ক। ভ্লাদিমির পুতিনের চেয়ে তিনি ভালো নন। এছাড়া তিনি আরও বেশি ধূর্ত এবং আমি বলবো, ভ্লাদিমির পুতিনের চেয়েও বেশি প্রতারক তিনি। প্যাটরুশেভ ক্ষমতায় এলে রাশিয়ানদের সমস্যা আরও বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা বেড়েছে। বিশেষ করে গত মাসে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে পুতিনকে ডেস্ক শক্তভাবে আঁকড়ে ধরতে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও তুঙ্গে।

এইচএন