tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ১৬:৪০ পিএম

ইসরাইলে ইরানের হামলার পর কমেছে তেলের দাম


image-794866-1713178116

ইরান-ইসরাইল ইস্যুতে আবারো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরাইলের ওপর ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে- এমন ধারণাই স্বাভাবিক ছিল। নতুন মোড় নিয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। হামলার পর প্রথম দিনের লেনেদেনে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।


সোমবার সকালে এশিয়ান ট্রেডে এ কম মূল্যের প্রবণতাই দেখা গেছে, যদিও সেটা প্রতি ব্যারেল ৯০ ডলারের কাছাকাছিই ছিল। খবর বিবিসির।

গত ছয় মাসের মধ্যে গত সপ্তাহে তেলের দাম ছিল সর্বোচ্চ। গত সপ্তাহের শেষে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ দশমিক ১৮ ডলার পর্যন্ত হয়েছিল। গত বছরের অক্টোবরের পর থেকে ধরলে সেটা ছিল সর্বোচ্চ। এরপর থেকে কমতে কমতে সেটা ৯০ দশমিক ৪৫ ডলারে নেমেছিল। সোমবার সকালে সেটা আরও ২০ থেকে ৩০ সেন্ট কমেছে।

ইরান বর্তমানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে থাকে। তেল উৎপাদনের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থ। বিশ্বের মধ্যে সপ্তম। ইসরাইলে হামলার পর থেকে সব সময়ই একটা পালটা আঘাতের আশঙ্কায় রয়েছে ইরান। সেই আঘাত ইরানের তেলক্ষেত্রের ওপরও হতে পারে। এসব বিবেচনায় তেল সরবরাহের ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে।

এনএইচ