tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২০ অক্টোবর ২০২৪, ২১:০৫ পিএম

বগি লাইনচ্যুত, ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ


100002Untitled-1

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে আপাতত ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন।

তিনি বলেন, ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, চালক আমাদের সংকেত (সিগন্যাল) না মেনেই ট্রেনটি চালু করেন। পরে আমি দৌড়ে যেতে যেতেই এটি লাইনচ্যুত হয়ে পড়ে। মূলত চালক সংকেত (সিগন্যাল) না মানার কারণেই এটা হয়েছে।

স্টেশন মাস্টার আরও বলেন, এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।

এফএইচ