৯ ওভারের ম্যাচে দ. আফ্রিকার লক্ষ্য ৮০ রান
Share on:
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার দুই দেশের লড়াইয়ে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে প্রতিবেশি দেশের পেসারদের সামনে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি ক্রেইগ আরভিনের দল। বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচে প্রথম ইনিংস শেষে ৭৯ রান করেছে রাজা-চাকাভারা।
হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরপরই নামে বৃষ্টি। তাই টস হয়ে থাকলেও বল মাঠে গড়াতে পারেনি প্রথম তিন ঘণ্টা। তাতে খেলা কমে আসে ১১ ওভার। ৯ ওভারের খেলায় ব্যাটিংয়ে নেমে শুরুটাই ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর ১৩ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় ক্রেইগ আরভিনের দল।
আরভিনকে ফিরিয়ে শুরুটা করেন পার্নেল। পরে পার্টিতে যোগ দেন এনগিডি। তৃতীয় ওভারে একাই ২ উইকেট নিয়েছেন ডানহাতি এ পেসার। ফর্মে থাকা সিকান্দার রাজা আউট হয়েছেন কোনো রান যোগ না করেই। আর শন উইলিয়ামস রান আউট হয়েছেন ১ রানে।
শেষদিকে ইনিংস মেরামতের কাজ করেছেন মিলটন শুম্বা এবং ওয়েসলি মাধেভেরে। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েছেন ৬০ রানের জুটি। তাতে দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছে জিম্বাবুয়ে।
এমআই