tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০২ জুন ২০২৪, ২১:২৯ পিএম

আচরণবিধি লঙ্ঘন: রাঙ্গাবালীর তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল


ec_20240602_184116404 (1)

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর প্রার্থীতা প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন।


রোববার (২ জুন) নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বাতিল করে।

প্রার্থিতা বাতিল হওয়া চেয়ারম্যান পদে প্রার্থীর নামে মো. সাইদুজ্জামান মামুন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রওশন মৃধা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেগম ফেরদৌসীর প্রার্থিতা বাতিল করা হয়।

এর আগে তিনজনকেই কারণ দর্শানোর নোটিশ দিয়ে নির্বাচন কমিশনে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল।

সম্প্রতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে শোকজ করা হয়। একইসঙ্গে এই তিন প্রার্থীকেও ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এই তিন প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চেয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

চিঠি অনুযায়ী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারা রোববার বিকেল তিনটায় নির্বাচন কমিশনে (কক্ষ নম্বর-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ব্যক্তিগতভাবে হাজির দিয়ে ব্যাখ্যা প্রদান করেন। পরে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

এমএইচ