tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:১২ এএম

ভারতের সঙ্গে সম্পর্কের ফলে শান্তি অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী


হাসিনা-কোভিন্দ্র.jpg

ভারতের সাথে বাংলাদেশের গভীর সম্পর্কের ফলে এ অঞ্চলে একটি শান্তি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


ভারতের সাথে বাংলাদেশের গভীর সম্পর্কের ফলে এ অঞ্চলে একটি শান্তি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁও হোটেলে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, আলোচনায় প্রধানমন্ত্রী শান্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এই সম্পর্কের কারণে এ অঞ্চলে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী নিজের উন্নয়ন দর্শন ও ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্বের কথাও সাক্ষাতে তুলে ধরেন বলে জানান ড. মোমেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখার জন্য রামনাথ কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পরিবারের স্যাক্রিফাইসের উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি গভীর দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি।

এইচএন