tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২২, ১৯:১২ পিএম

প্রোটিয়াদের ইনিংস থামল ৪৫৩ রানে


দ.

টপ-অর্ডারদের ফেরানোর পর আশা ছিল দ্রুতই শেষ হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস। কিন্তু বাংলাদেশ সেটাও পারল কোথায়! শেষদিকের ব্যাটসম্যানরা বেশ কিছুক্ষণ বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। শেষ অবধি প্রথম ইনিংসে প্রোটিয়ারা থেমেছে ৪৫৩ রানে।


৫ উইকেটে ২৭৮ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনে ৩০০ রানে এসে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। ৪৮ বলে ২২ রান কাইল ভারানেকে বোল্ড করে সাজঘরে ফেরান খালেদ আহমেদ।

উইন মাল্ডারকে সঙ্গে নিয়ে এরপর ৮০ রানের জুটি গড়েন কেশভ মহারাজ। ৭৭ বলে ৩৩ রান করে মাল্ডার আউট হলেও ফিফটি তুলে নেন মহারাজ। শেষ পর্যন্ত তাকে থামান তাইজুল ইসলাম। ততক্ষণে ৯৫ বলে ৮৪ রান করে ফেলেছেন মহারাজ।

পরে শিমন হার্মারের ২৯ ও লিজার্ড উইলিয়ামসের ১৩ রান প্রোটিয়াদের ইনিংসটাকে লম্বা করেছে আরও। শেষ অবধি ৪৫৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভার বল করে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, খালেদ পেয়েছেন ৩ উইকেট।

এমআই