tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ০৮:৫০ এএম

সাতসকালে বৃষ্টিতে ভিজল ঢাকা


image_95351_1717984249
সকালে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে স্কুলগামীরা। (পুরোনো ছবি)

রাতভর ভেপসা গরমের পর সকাল সকাল ভিজল রাজধানী। সোমবার (১০ জুন) ভোর থেকেই মেঘে ডাকা ছিল রাজধানী। সকাল সাড়ে সাতটার দিকে বাইরে রাতের মতো অন্ধকার। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বেলে। এরমাঝেই বৃষ্টি শুরু হলেও ততটা স্থায়ী হয়নি।


তবে আবহাওয়া অফিস বলছে দুপুর ১টারমধ্যে ঢাকাসহ দেশের আট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বেয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১০ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলেও সতর্কবার্তায় উল্লেখ করা হয়।

ফলে ওই আট অঞ্চলের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এনএইচ