tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৭ জানুয়ারী ২০২৪, ২৩:৪৯ পিএম

বিমান প্রতিমন্ত্রীকে উড়িয়ে দিলেন ব্যারিস্টার সুমন


sumon-20240107224742

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে বিপুল ভোটে ধরাশায়ী হলেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুব আলী।


রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ঘোষিত বেসরকারী ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসনটি গঠিত। এ আসনে মোট ৮ জন প্রার্থী ছিলেন।

নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রী প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

এছাড়াও অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)।

এ আসনের মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫৫৭ ভোট। মোট কেন্দ্র ছিল ১৭৭টি।

এনএইচ