tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ২০ জানুয়ারী ২০২২, ১৭:০১ পিএম

শান্তিরক্ষা মিশনে র‌্যাবকে নিষিদ্ধের দাবি, ১২ সংস্থার চিঠি


র‌্যাব নিষিদ্ধের দাবি.jpg

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।


জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকরোইক্সকে চিঠি দিয়েছে সংস্থাগুলো।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে এই চিঠির বিষয়টি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল,

হিউম্যান রাইটস ওয়াচ,

এশিয়ান ফেডারেশন অ্যাগেইন্স ইন-ভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (আফাদ),

এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট বা ফোরাম এশিয়া,

এশিয়ান হিউম্যান রাইটস কমিশন,

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল),

ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট,

ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস,

রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস,

দ্য অ্যাডভোকেটস ফর হিউম্যান রাইটস,

ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইস্ট টরচার (ওএমসিটি)।

উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর পাঠানো চিঠিটি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি শান্তিরক্ষা কার্যক্রম বিভাগ।

এইচএন