রাজধানীতে আধা ঘণ্টার ব্যবধানে ২ বাসে আগুন
Share on:
আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পুরান ঢাকার তাঁতিবাজারে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ও কাকলি এলাকায় রাত ৮টা ৮ মিনিটে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
তাঁতীবাজার মোড়ে দিশারি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
রাজধানীর তাঁতীবাজারে বাসে আগুন
অপরদিকে কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে এ দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ঘোষিত সারা দেশে তৃতীয় দফার ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ বুধবার।
এসএম