tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
গণমাধ্যম প্রকাশনার সময়: ১১ জানুয়ারী ২০২২, ১৭:৩৬ পিএম

চলবে সংসদ অধিবেশন, সাংবাদিকদের ঢুকতে মানা


সংসদ.jpg

গত বছরের মতো এবারও সংসদ অধিবেশন টেলিভিশনে দেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হবে।


গত বছরের মতো এবারও সংসদ অধিবেশন টেলিভিশনে দেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে হবে।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ১৬ জানুয়ারি বিকেল ৪টায় একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও নতুন বছরের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

তাই অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৫ আগস্ট ‘আসন্ন অধিবেশনে সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি নির্দেশনা’ শীর্ষক এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদ টেলিভিশন দেখে সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছিল।

এই নির্দেশনা অনুসারে করোনাকালীন অধিবেশনগুলো সংসদ ভবনে না গিয়ে টেলিভিশনে লাইভ দেখে সংবাদ সংগ্রহ করে আসছেন সংবাদকর্মীরা।

এইচএন