শ্যামলীতে কালো পতাকা নিয়ে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
Share on:
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কালো পতাকা মিছিল করতে রাজধানীর নয়পল্টন ও শ্যামলীতে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরের পর থেকে বৃষ্টির মধ্যেই কালো পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্যামলী রিং রোডে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।
বৃষ্টির তীব্রতা বাড়লে নেতাকর্মীদের কেউ কেউ সড়কের আশপাশের ভবনে আশ্রয় নেন। আবার কেউ কেউ ছাতা মাথায় রাস্তায় অবস্থান করেন। এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিল শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
অন্যদিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেও কালো পতাকা মিছিল করবে বিএনপি। সেখানেও দলটির নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে। পাশাপাশি একই কর্মসূচি নিয়ে দুপুরের পর থেকে রাজপথে রয়েছে সরকারবিরোধী বিভিন্ন দল, জোট ও বিএনপির সমমনারা।
এবি