tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ১৪ জানুয়ারী ২০২২, ১৯:৫৭ পিএম

সাকরাইন উৎসব, মেতেছে পুরান ঢাকা


সাকরাইন.jpg

পুরান ঢাকার আকশে উড়ছে রঙ-বেরঙয়ের ঘুড়ি। সন্ধ্যা নামতেই আতশবাজি, আলোকসজ্জা ও ফানুসে রঙিন হয়ে উঠেছে আকাশ।


পুরান ঢাকার আকশে উড়ছে রঙ-বেরঙয়ের ঘুড়ি। সন্ধ্যা নামতেই আতশবাজি, আলোকসজ্জা ও ফানুসে রঙিন হয়ে উঠেছে আকাশ।

কান ফাটানো শব্দে ডিজে গানের সঙ্গে নাচ, মুখ থেকে কেরোসিন ছুড়ে আগুন খেলাসহ নানা আয়োজনে মেতে উঠেছেন পুরান ঢাকাবাসী।

আজ শুক্রবার (১৪ জানুয়ারি) বাংলাবাজার, ফরাশগঞ্জ, সূত্রাপুর, নারিন্দা, স্বামীবাগ পুরান গেন্ডারিয়া, শাখারিবাজার, লক্ষ্মীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকার ছাদে জড়ো হয়েছেন সব বয়সী মানুষ। বিশেষ করে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

পুরান ঢাকার এক বাসিন্দা বলেন, এখনকার ছেলেমেয়েদের ঘুড়ির প্রতি আগ্রহ কম। তাদের আগ্রহ ডিজে পার্টি আর আতশবাজিতে। আমরা সকাল থেকে সন্ধ্যা ঘুড়ি ওড়াতাম।

এছাড়া সাকরাইনে বাসায় বানানো হতো নানা রকমের পিঠা। কিন্তু এখন পুরান ঢাকার খুব কম বাড়িতেই পিঠা বানানো হয়।

তবে আতশবাজি, ডিজে পার্টি আর রঙ মাখামাখির মধ্য দিয়ে উৎসবে মেতেছে যুবক-যুবতীরা। এরসঙ্গে রয়েছে নানা রকম খাওয়া দাওয়ার আয়োজন।

এইচএন