tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৯ এএম

ডেঙ্গুর ভয়াবহতা করোনাকে ছাড়িয়ে যাচ্ছে!


654

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা এবং নতুন রোগী দিন দিন বেড়েই চলছে। মনে হচ্ছে, এ রোগের ভয়াবহতা করোনা মহামারিকে ছাড়িয়ে যাবে।


রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার ( ১২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আরও ৩৪৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শনাক্ত রোগীদের মধ্যে ২২৮ জন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১১৭ জন।

এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা ইউএনবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮৫৩ জন ঢাকার মধ্যে এবং ২৫৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ২৯৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯৬ জন ডেঙ্গু রোগী।

অপরদিকে চিকিৎসা শেষে ৭ হাজার ৯৪৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬ হাজার ৪২৯ জন ঢাকার এবং বাকি ১ হাজার ৫১৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

প্রসঙ্গত, ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে ; সোমবার ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৭ জনে পৌঁছেছে।

এন