এমডি খুঁজছে ডিএসই, মে মাসে নিয়োগ বিজ্ঞপ্তি
Share on:
যোগ্য প্রার্থী না থাকায় আবারও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী মাসে এমডি নিয়োগে জাতীয় দৈনিক ও ওয়েবসাইটতে বিজ্ঞপ্তি দেবে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য তিনজনের একটি প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পাঠিয়েছিল ডিএসই। তবে যোগ্য ব্যক্তি না থাকায় ডিএসইর সেই প্রস্তাব বাতিল করেছে বিএসইসি। এ সংক্রান্ত একটি চিঠি গত ২৫ এপ্রিল ডিএসইকে পাঠিয়েছে বিএসইসি। যা আজ বৃহস্পতিবার হাতে পেয়েছে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ।
এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ডিএসইর একাধিক কর্মকর্তা জানান, তারা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চিঠির কপি হাতে পেয়েছেন।
তারা বলেন, চিঠিতে আমাদের নতুন করে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে।
তারা আরও বলেন, নিয়োগ সংক্রান্ত ডিএসইর এনআরসি কমিটির সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এরপর যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে আগামী মাসের প্রথম দিকেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এমডি নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে এম সাইফুর রহমান মজুমদারকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে বলে জানান তারা।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে ডিএসইর এমডি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারিক আমিন ভূঁইয়া। এরপর ৯ সেপ্টেম্বর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে চূড়ান্তভাবে পদত্যাগ করেন তিনি।
এমআই