tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০১ পিএম

সিরাজের ফাইফারে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা


০

এশিয়া কাপের ফাইনালে টস জিতে বৃষ্টির কারণে বিলম্বে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা শুরুতেই ছয় উইকেট হারিয়েছে। ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর প্রথম ওভারেই ফিরে যান কুশল পেরেরা। পরে মোহাম্মদ সিরাজ নিজের দ্বিতীয় ওভারে নেন চার উইকেট। পরে ওভারে এসে আরও এক উইকেট নিয়েছেন তিনি।


শ্রীলঙ্কা ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২ রাটে ব্যাট করছে। ক্রিজে আছেন কুলশ মেন্ডিস ও ভেল্লালাগে। কুশল পেরেরা প্রথমে শূন্য করে ফিরেছেন। নিজের দ্বিতীয় ওভারে সিরাজ একে একে তুলে নিয়েছেন নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, আশালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। পরে সিরাজ তুলে নেন লঙ্কান অধিনায়ক দাশুন শানাকাকে।

শিরোপা লড়াইয়ে অক্ষর প্যাটেলের জায়গায় ভারত ওয়াশিংটন সুন্দরকে একাদশে নিয়েছে। শ্রীলঙ্কা স্পিনার মহেশ থিকসেনার জায়গায় এসেছেন স্পিনার দুশান হেমন্তকে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাতিশা পাথিরানা।

এমআই