কাউন্সিলর হত্যাকারীদের ধরতে স্থল ও বিমানবন্দরগুলোতে সতর্কবার্তা
Share on:
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা মামলার আসামিরা যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য বিমান ও স্থলবন্দরগুলোতে চিঠি পাঠিয়েছে প্রশাসন।
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা মামলার আসামিরা যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য বিমান ও স্থলবন্দরগুলোতে চিঠি পাঠিয়েছে প্রশাসন।
পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ, র্যাবসহ অন্যান্য সংস্থা তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার প্রধান আসামি শাহ আলম ৫ দিনেও গ্রেপ্তার হননি। কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ আরও অন্তত আটটি মামলা রয়েছে।
অনুসন্ধানকালে স্থানীয়রা ধারণা করেছেন, শাহ আলম তার কয়েক অনুসারীকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ মামলার আসামিদের ধরতে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে। এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য আসামিরা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গেল ২২ নভেম্বর বিকেলে সন্ত্রাসীরা কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের পাথুরিয়াপাড়া নিজ কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি করে।
এ ঘটনায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
এইচএন