tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৫ অগাস্ট ২০২৪, ২১:৪৮ পিএম

কুমিল্লায় বানভাসীদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন জামায়াত


14 Gram_25_08_2024

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লায় বানভাসীদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।


রবিবার (২৫ আগস্ট) বন্যা কবলিত কুমিল্লা জেলার শ্রীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাজাপুরের আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন। তিনি সেখানে অবস্থানরত বানভাসী লোকদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণের পূর্বে স্থানীয় ১ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে রাজাপুরে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা আবদুল হাকিম, ইউনিয়ন সেক্রেটারি এএনএম আবু তাহের, ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা আবুল হাশেম, মাওলানা আবদুর রহীম, সাবেক ছাত্র নেতা মনির হোসেন, রবিউল হোসেন মিলন, ইমাম হোসেন রায়হান, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছরের জগদ্দল পাথর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। জনগণ এখন নির্ভয়ে তাদের অধিকারের কথা প্রকাশ করছে। আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

মাওলানা আবদুল হালিম বন্যা প্রসঙ্গ তুলে বলেন, লাখো লাখো মানুষ ক্ষতির সম্মুখীন। তারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা পানিবন্দি মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করছি। জামায়াত সাধ্যমত বন্যাকবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে। চৌদ্দগ্রামের জননন্দিত নেতা ও সাবেক এমপি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের চৌদ্দগ্রামের মানুষের পাশে থেকে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মাওলানা আবদুল হালিম উপস্থিত সকলের কাছে ডা. তাহেরের সালাম পৌঁছে দেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে দল ধর্মের ঊর্দ্ধে থেকে মানুষ তাদের অধিকার পাবে। যে সমাজ হবে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত। মহান আল্লাহর ওপর ভরসা করে বিপদ-মুসিবতে সবর অবলম্বন করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। ”

প্রেস বিজ্ঞপ্তি//এমএইচ