tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ অগাস্ট ২০২৪, ১৮:৫৭ পিএম

রাশিয়ার ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের


image-838419-1723725954

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করে বলেছে, তারা গত ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার ২৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আর এতে একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।


অন্যদিকে এ হামলার সময় রাশিয়াও তিনটি কে এইচ-৫৯ গাইডেড ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। তবে এতে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানান তারা।

কিয়েভ, পোলতাভা এবং কিরোভোরাদ অঞ্চলের গভর্নররা বলেছেন, চেরকাসির কেন্দ্রীয় অঞ্চলে রাশিয়ান হামলায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানকার ভবনগুলোরও তেমন ক্ষতি হয়নি, কেবল কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

খেরসনের গভর্নর বলেছেন, খেরসনে আটটি এবং প্রতিবেশী মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে পাঁচটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব অঞ্চলে বিভিন্ন হামলায় একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

এফএইচ