tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০২ জানুয়ারী ২০২২, ১৭:০০ পিএম

দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে জ্বলছে আগুন


কেপটাউন.jpg

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।


দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ রোববার (২ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী কেপটাউনে অবস্থিত পার্লামেন্টে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ভবনের ৩ তলায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের দেয়ালে ফাটল দেখা গেছে।

আগুন নিয়েন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬ জন কাজ করছিলেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

নিরাপত্তার স্বার্থে সংসদ ভবনের আশপাশ থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা জানা যায়নি। সূত্র: রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি।

এইচএন