tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ এএম

দেশের ফুটবলভক্তদের জন্য ৩০টি বিশেষ ফ্লাইট চালু করছে মরক্কো


morocco-20221212081645

ইউরোপের শক্তিশালী ফুটবল দল পর্তুগালকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনালে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার কাতারের রাজধানী দোহায় অপর ইউরোপীয় পরাশক্তি ফ্রান্সের সঙ্গে প্রথম সেমিফাইনাল ম্যাচ খেলবে উত্তর আফ্রিকার এই দেশটি।


সেমিফাইনাল পর্বে নিজেদের দেশের প্রথম ম্যাচ যেন মরক্কোর ফুটবলভক্তরা মাঠে গিয়ে সরাসরি উপভোগ করতে পারেন, সেজন্য অতিরিক্ত ৩০টি বিশেষ ফ্লাইট চালু করেছে দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা রয়েল এয়ার মারোক।

আগামী মঙ্গল ও বুধবার দোহার উদ্দেশে মরক্কোর বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা থেকে ছেড়ে যাবে এসব ফ্লাইট। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রয়েল এয়ার মারোক।

কাতার বিশ্বকাপ ২০২২ আসরে যেসব দেশ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছে, মরক্কো সেসবের মধ্যে অন্যতম। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো সেমিফাইনাল পর্বে খেলতে যাচ্ছে আফ্রিকা।

মরক্কোর জনগণরা ‘মারোক’ নামে পরিচিত। বিশ্বকাপ আসরে নিজেদের দলকে সমর্থন করতে বর্তমানে কয়েক হাজার মারোক দোহায় আছেন। সেমিফাইনাল পর্ব উপলক্ষে আরও কয়েক হাজার ফুটবলভক্ত মরক্কো থেকে কাতারে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এমআই