tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৫ অগাস্ট ২০২৩, ২০:৪৬ পিএম

ইসরাইলি সৈন্যের গুলিতে আরো ২ ফিলিস্তিনি নিহত


image-..

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে দুই ফিলিস্তিনি হয়েছেন। বিগত কয়েক মাসের মধ্যে জেরিকো এলাকায় এটি ছিল তাদের বড় ধরনের অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর এএফপির।


ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোরে জেরিকোতে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনী ১৬ বছর বয়সি কুসে ওমর সুলেমান আল-ওয়ালাজি এবং ২৫ বছর বয়সি মোহাম্মাদ রিবি এনজুমকে বুকে গুলি করে।

এএফপির পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে জানতে ইসরাইলি বাহিনী তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

প্রাচীন নগরী জেরিকোতে গত ১ মে মাসের পর এটি ছিল প্রথম ব্যাপক অভিযান।

এদিকে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিসংসতা বেড়ে গেছে। ইসরাইল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর দখল করে আছে।

চলতি বছরের এ পর্যন্ত জেরিকোতে ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ২১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন ইসরাইলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নাগরিক নিহত হয়েছে।

এমবি