tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১৬:১১ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে যমুনায় জামায়াত নেতারা


জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জামায়াত নেতারা। ছবি: সংগৃহীত


রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবার তাঁর সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জামায়াতে ইসলামীর নেতারা।

বিকেল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। প্রতিনিধি দলে আরও আছেন—জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

এর আগে, আজ শনিবার বেলা আড়াইটায় বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া আজ বিকেল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপে বসার কথা আছে।

এনএইচ