tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮ পিএম

টঙ্গীতে যান চলাচল বন্ধ, রোববার সকালে আখেরি মোনাজাত


ijtemaa-dbitiiyy-prb

তাবলীগের দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ান এবং জিকির আসকারের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব।


আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থে‌কে বেলা ১১টার ম‌ধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাতটি পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে টঙ্গী ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। গতকাল শুক্রবার জুম্মার নামাজসহ খুতবাও পাঠ করেছেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার ময়দানের উত্তর-পশ্চিম পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী নিয়ন্ত্রক কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব আলম এসব তথ্য জানান।

ফজরের পর বয়ানের মাধ্যমে দ্বিতীয় দিনের শুরু। আজ ফজরের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদের ছেলে মাওলানা সাঈদ বিন সাদ। এই বয়ান বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। সকাল ১০টার পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ। আসরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। ওই বয়ানের পরেই অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধ পূর্বক গণবিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমার মূল বয়ান মঞ্চে।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীকাল রোববার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের এই পর্ব ও এবারের ইজতেমা শেষ হবে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়দানে মারা যান জালাল মন্ডল (৬০) নামের এক মুসল্লি। ময়দানে মারা যাওয়া আরও ৪ মুসল্লি হলেন, জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর জেলা সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)।

এদিকে, বিশ্ব ইজতেমায় আসার পথে আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাসেম (৬৫) নামে এক মুসল্লি মারা গেছেন।

এসএম