জাতীয়
প্রকাশনার সময়: ০৭ অগাস্ট ২০২৩, ১৩:০৪ পিএম
কাপ্তাই হ্রদে নৌ নিষেধাজ্ঞা প্রত্যাহার
Share on:
যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন রাখতে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
রোববার (৬ আগস্ট) রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার ৬ উপজেলার সাথে সদরের যোগাযোগের প্রধান মাধ্যম হলো নৌকা।
যোগাযোগ ব্যবস্থা অক্ষুন্ন রাখতে এবং কাজের গতি স্বাভাবিক করতে কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও বলেন, আজ সোমবার (৭ আগস্ট) থেকে হ্রদে নৌ চলাচল করতে পারবে। তবে পর্যটকবাহী নৌকা চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (৪ আগস্ট) থেকে প্রবল বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে পাহাড়ি ঢল নামায় জানমালের ক্ষতি এড়াতে শনিবার (৫ আগস্ট) ভোর থেকে হ্রদে নৌ চলাচল বন্ধ রাখার ঘোষণা করে জেলা প্রশাসন।
এন