আমিরসহ বন্দি নেতাকর্মীদের মুক্তির আহ্বান জামায়াতের
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সকল বন্দি নেতাকর্মীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘অন্যায়ভাবে ১২ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রায় ১৩ বছর যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে বন্দি রয়েছেন। বর্তমানে তার বয়স ৮৫ বছর। বয়সের কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। চলাফেরা, ওঠা-বসা করতে তাকে অন্যের সহযোগিতা নিতে হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রায় ১১ বছর যাবত কারাগারে বন্দি। তিনিও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। চলাফেরা, ওঠা-বসা করা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। সাতক্ষীরার সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মণ্টল আট বছর যাবত কারাগারে বন্দি রয়েছেন। বন্দি জীবনে তিনি হারিয়েছেন তার ছেলেকে। ৭৩ বছর বয়সী এ নেতা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি শাজাহান চৌধুরীসহ সারাদেশে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী কারাগারে আটক রয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। পবিত্র রমজান মাসে জুলুম-নিপীড়ন, অন্যায়-অবিচার বন্ধ করে সকল বন্দি নেতাকর্মীদের মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে পরিবারের সাথে রোজা পালনের সুযোগ করে দেয়া সরকারের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আমরা সকল জুলুম-নিপীড়ন বন্ধ করে পবিত্র রমজানের শুরুতে ডা. শফিকুর রহমান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, এ টি এম আজহারুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মণ্ডল, মাওলানা আনম শামসুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান ও শাজাহান চৌধুরীসহ গ্রেফতার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরের সকল নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি
এমআই