tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২২, ১৪:০১ পিএম

সাংবাদিককে হেনস্তায় জড়িত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিল ডিএমপি


319628741_5659297414163583_1441884344371745861_n

সাংবাদিকের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে পুলিশ কনস্টেবল শাহিনুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তাকে রাজারবাগ পুলিশলাইন্সে সংযুক্ত করা হয়েছে।


সোমবার (১২ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ (ডিসি) কমিশনার ফারুক হোসেন।

তিনি জানান, এ ঘটনায় তদন্ত করে কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে প্রতিবেদন করতে যান নাগরিক টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সন।

এ সময় সংসদ এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল শাহিনুর সাংবাদিককে কেন এখানে ভিডিও করা হচ্ছে ইত্যাদি কথাবার্তা বলেন। সাংবাদিকের সঙ্গে থাকা টেলিভিশনের বুম কেড়ে নেন।

এ ঘটনায় পরে ওই টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুকের দৃষ্টিগোচর হলে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এন