tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৪ অগাস্ট ২০২৩, ১৯:৩৭ পিএম

গণঅধিকার পরিষদ সভাপতি নুরের ওপর হামলায় জামায়াতের নিন্দা


জামায়াত

গণঅধিকার পরিষদের (একাংশের) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শুক্রবার (৪ আগস্ট) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবিষয়ে এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে মাওলানা আবদুল হালিম বলেন, গত ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর সুপরিকল্পিভাবে হামলা করা হয়েছে। আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিরোধী মতের রাজনৈতিক নেতাদের ওপর হামলা-মামলা ও সভা-সমাবেশে বাধা প্রদান বর্তমান ক্ষমতাসীন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এগুলো সম্পূর্ণ অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ।

বিবৃতিতে তিনি অবিলম্বে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি