tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ২০:১১ পিএম

ইমামের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান


পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানের মাটিতে দীর্ঘ ২৪ বছর পর ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়া । রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে স্বাগতিক পাকিস্তান। ইমাম উল হকের প্রথম টেস্ট সেঞ্চুরিতে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৪৫ রান।


টস জিতে আগে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুটা দারুণ করেন পাকিস্তানের দুই ওপেনার। আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হকের জুটি থেকে ১০৫ রান আসে।

এই জুটি ভাঙেন নাথান লিওন। কামিন্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শফিক। ১০৫ বলে তিনি করেন ৪৪ রান। তিনটি চারের পাশাপাশি তিনি হাঁকান একটি ছক্কাও।

ইমাম ও আজহার আলীর জুটিতে দিন শেষ করে স্বাগতিকরা । এর মধ্যে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান ইমাম। সেঞ্চুরি করতে ইমামকে খেলতে হয়েছে দুই শ’বল।

২৭১ বলে ১৩২ রানে অপরাজিত আছেন ইমাম উল হক। হাঁকিয়েছেন ১৫টি চার ও দুটি ছক্কা। তার সাথে ৬৪ রানে অপরাজিত আছেন আজহার আলী। ১৬৫ বলের ইনিংসে তিনি হাঁকান চারটি চার ও একটি ছক্কা।

বল হাতে দিন শেষে অস্ট্রেলিয়ার বোলাররা বেশ হতাশ। একটি উইকেট পেয়েছেন নাথান লিওন। মিচেল স্টার্ক, হ্যাজলউড, প্যাট কামিন্স বল হাতে আগুন ঝড়ালেও পাননি উইকেটের দেখা।

উল্লেখ্য, টেস্ট ক্যারিয়ারে ইমামের আগের সর্বোচ্চ রান ছিল ৭৬।

এমআই