ইরানের হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে চান বাইডেন
Share on:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন,ইরানের হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে জি সেভেন নেতাদের আলোচনা করবেন তিনি।
রোববারই তাদের মধ্যে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইসরাইলি নেতাদের সঙ্গে বাইডেনের টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও তিনি জানিয়েছেন।
তবে যু্ক্তরাষ্ট্রের কোন স্থাপনায় হামলা না হলেও তারা পুরো সতর্ক থাকবে বলে দেশটি জানিয়েছে।
'আমাদের জনগণকে রক্ষায় আমরা কোনরকম দ্বিধা করবো না'- বলেছেন জো বাইডেন।
এদিকে মিত্র ইসরাইলে ইরানের হামলার পর হোয়াইট হাউসে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বাইডেনের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) প্রকাশ করেছে হোয়াইট হাউস।
এক্সে দেওয়া ওই পোস্টে বাইডেন বলেছেন, 'ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরাইলের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকবে।
এনএইচ