tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২২, ২০:২৩ পিএম

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের প্রস্তাব


মেট্রোরেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বন্দরনগরী চট্টগ্রামে হতে চলেছে মেট্রোরেল। এ সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) আলাপ-আলোচনা চলছে। এই আলোচনার মধ্যেই সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বন্দরনগরে মেট্রোরেল নির্মাণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রস্তাব অনুসারে তারা সমীক্ষা কাজও দ্রুত শুরুর আগ্রহের কথা বলেছে।


গত বুধবার (২ মার্চ) দক্ষিণ কোরিয়ার সিউলে চতুর্থ বাংলাদেশ-কোরিয়া যৌথ পিপিপি প্লাটফর্ম সভায় এ বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। সভায় বাংলাদেশের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সচিব সুলতানা আফরোজের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশ নিয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন রাজউক চেয়ারম্যান এবিএম আমিনুল্লাহ নূরী, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কাউসার আমীর আলী, বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব মো. নাজমুল আবেদীন, পিপিপির মহাপরিচালক মো. আবুল বাশার। সভায় ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সিওন অন উনের নেতৃত্বে সেদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

পিপিপি কর্তৃপক্ষের সিইও সুলতানা আফরোজ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতেও আমরা বাংলাদেশের অবকাঠামো শিল্পবিকাশে নতুন প্রকল্প তৈরি এবং ব্যবসার প্রসারের জন্য যথাসাধ্য চেষ্টা করবো বলে সভায় উল্লেখ করেছি। বিভিন্ন ক্ষেত্র যেমন টেক্সটাইল, পর্যটন, স্বাস্থ্য এবং আরও অনেক বিষয়ে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে সভায়।

তিনি আরও বলেন, পূর্বাচল নতুন শহরে বিদ্যুৎ লাইন মাটির নিচে নিতে ৭০ কোটি ডলার বিনিয়োগ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। তারা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণেও বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

এমআই