tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ অগাস্ট ২০২৩, ১৭:৩৩ পিএম

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত অন্তত ৮


3

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে চালানো রাশিয়ার বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে বলে ব্রিটেন-ভিত্তিক স্থানীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজোরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।


সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘সিরিয়ার ইদলিব শহরের পশ্চিমে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।’

ব্রিটেন-ভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, হামলায় আরও কয়েকজন যোদ্ধা আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরিয়ায় সাবেক আল-কায়েদার সহযোগী জিহাদি গোষ্ঠী এইচটিএস ইদলিব প্রদেশের কিছু অংশের নিয়ন্ত্রণ করছে। আর প্রদেশটির কিছু অংশে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ঘাঁটি রয়েছে। ইদলিবের পার্শ্ববর্তী লাতাকিয়া, হামা এবং আলেপ্পো প্রদেশের কিছু অংশও নিয়ন্ত্রণ করে এইচটিএস।

হামলাস্থল থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন সংবাদদাতা বলেন, সোমবার মধ্যরাতের পরপরই হামলা হয়। এর পরপরই জিহাদি গোষ্ঠীটি ওই এলাকা ঘিরে ফেলে।

গত কয়েক বছর ধরে ইদলিবে এইচটিএসের শক্তিশালী ঘাঁটিতে বারবার হামলা চালিয়েছে রাশিয়া।

সূত্র: এএফপি।

এবি