tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২২ মে ২০২৪, ১৬:২৪ পিএম

এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে যা বললেন ডিবি হারুন


harun

ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়েছে।


আনার হত্যার সঙ্গে জড়িতদের ধরতে কলকাতা পুলিশের সঙ্গে মিলে বাংলাদেশের পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। আজ বুধবার (২২ মে) আনোয়ারুল আজিম আনারের হত্যার বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা অধিক গুরুত্ব দিয়ে তদন্তের কাজ চালিয়ে যাচ্ছি। তিনি তিনবারের সংসদ সদস্য। এ বিষয়ে আমার ভারতের পুলিশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের কাছে কয়েকজন আছে। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড কখনো মেনে নেওয়া যায় না।’

ডিবিপ্রধান বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা এখনই সবকিছু বলতে চাচ্ছি না। আমাদের হাতে কয়েকজন আছে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসেছি। বাকি যারা রয়েছে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচারের মুখোমুখি করব।’

হত্যাকারী কোন দেশের এ বিষয়ে জানতে চাইলে ডিবির এই কর্মকর্তা বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। তবে তার মেয়ে আমাদের কাছে বিচার চাইতে এসেছে। এ বিষয়ে আজকেই শেরেবাংলা থানায় মামলা করা হবে।

এর আগে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে যান আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, ‘আমার সঙ্গে সর্বশেষ বাবার ভিডিও কলে কথা হয়। তিনি বলেছিলেন, আম্মু আমি ভারতে যাচ্ছি। দুই-একদিনে চলে আসব। তোমার দাঁতের যত্ন নিও। তোমার দাঁতে সমস্যা। আমি ইন্ডিয়া থেকে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি থাকো, আমি আসতেছি। এ কথা বলে গেছে। এরপরে আর কথা হয়নি।’

মুমতারিন ফেরদৌস আরও বলেন, ‘আমি এখনই কাউকে সন্দেহ করছি না। তবে কারা আমি দেখতে চাই। এরপর আমি বলব। যাদেরকে ধরা হয়েছে এবং যাদের ধরার পরিকল্পনা হচ্ছে, তাদেরকে ধরতেও আমি সহযোগিতা চাচ্ছি। তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বের হয়ে আসবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘আটকদের আমি চিনি না। কিন্তু আমি চিনতে চাই। হারুন স্যারকে (ডিবি প্রধান) আমি বলে এসেছি, আপনি আইডেন্টিফাই (শনাক্ত) করেন। আমাকে চেনান তারা কারা? আমি তাদের চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। কারা আমাকে এভাবে এতিম করে দিল?’

আনোয়ারুল আজিম আনারের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ বলেছিলেন, ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর ১৬ মে তার সঙ্গে শেষ কথা হয়েছে।

এমএইচ