tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৩, ১৪:০৫ পিএম

সুদানে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি


061

সুদানে উভয় পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। এদিকে পাশ্চাত্য, আরব ও এশিয়ার দেশগুলো তাদের নাগরিকদের দেশটি থেকে সরিয়ে আনার চেষ্টা জোরদার করেছে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার জানান, দু'দিনের ব্যাপক আলোচনার প্রেক্ষাপটে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফ মঙ্গলবার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে পক্ষ দুটি একাধিকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকর হয়নি।

গত ১৫ এপ্রিল দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এতে অন্তত ৪২৭ জন নিহত হয়েছে।

অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে জানান, যুদ্ধ স্থায়ীভাবে থামানোর জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করবে।

এদিকে জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস বলেছেন, এই যুদ্ধ সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। তিনি সুদানকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুদান নিয়ে আজ মঙ্গলবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র : আল জাজিরা।

এন