ইতালির জলবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণ, নিহত ৪
Share on:
ইতালির একটি জলবিদ্যুৎ প্রকল্পে বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলে বোলোনিয়া শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সুভিয়ানা হ্রদের বিদ্যুৎ প্রকল্পে এ বিস্ফোরণ হয়। খবর বিবিসি।
ইতালীয় বিদ্যুৎ কোম্পানি এনেল জানিয়েছে, বোলোনিয়ার কাছে বার্জিতে তাদের একটি জলবিদ্যুৎ প্রকল্পে আগুন ধরে গিয়েছিল প্রকল্পের ক্ষতিগ্রস্ত অংশটি হ্রদের পানির স্তর থেকে ৩০ মিটার (১০০ ফুট) নিচে।
নিকটবর্তী শহর কামুনিয়ানোর মেয়র মার্কো মাসিনারা বার্তা সংস্থা আনসা-কে জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, দুর্ঘটনাটি ‘গুরুতর’ আর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছতে পারছেন না। যে চারজন মারা গেছেন তাদের মধ্যে তিনজনের বয়স ৩৫ থেকে ৭৩ বছরের মধ্যে।
বোলোনিয়ার গভর্নর আত্তিলিও ভিসকোন্তি জানান, ভূগর্ভস্থ অষ্টম তলায় একটি টারবাইনে বিস্ফোরণের পর আগুন ধরে গেলে তলাটি পানিতে তলিয়ে যায়।
এনএইচ