tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৯ পিএম

সিন্ডিকেটের কারণেই আলুর এতো দাম: কৃষিমন্ত্রী


0101

আলুর দাম এতো হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।


তিনি বলেন, গত বছর দাম না পাওয়ায় আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তবে সরকার আমদানি করার পরও আলুর দাম এতোটা হয়েছে সিন্ডিকেটের কারণে। আমরা সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

বুধবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষিমেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।

বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা কেন, ৪৮ দিনেও বিএনপি সফল হবে না। ১৫ বছর আগে তাদের আন্দোলন যেখানে ছিল, সেখানেই আছে। নির্বাচনের বাকি আর মাত্র তিন মাস। এ সময়ে আলটিমেটাম, বোমাবাজি, সন্ত্রাস– যত কিছুই করুক তারা সফল হতে পারবে না।’

এক প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে আমেরিকা ভিসা নীতি দিয়ে থাকতে পারে। এতে কিছু যায় আসে না। এসব করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবেন শেখ হাসিনা। তাঁর অধীনেই জানুয়ারিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, জেলা আওযামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, উপজেলা সহসভাপতি ইয়াকুব আলী, মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি