tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২৪, ১১:০২ এএম

শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ব্রিগেড কমান্ডার নিহত


ইসরায়েল সেনা

ফিলিস্তিনের গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলার নেতৃত্বদানকারী ইসরায়েলি ব্রিগেড কমান্ডার নিহত হয়েছেন।


সোমবার (২১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, জাবালিয়ায় পেতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলি কমান্ডার নিহত হয়েছেন। তিনি ওই এলাকায় আক্রমণের নেতৃত্ব দিচ্ছিলেন। নিহত আহসান ডাকসা ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের কমান্ডার ছিলেন। তার দল নিয়ে উত্তর গাজার জাবালিয়ায় নতুন একটি অপারেশনে যাচ্ছিলেন। পথে তার ট্যাংকটি পেতে রাখা বিস্ফোরণের ফাঁদে পড়ে। এতে কিছু বুঝে ওঠার আগেই ভয়ংকর বিস্ফোরণে ট্যাংকের ভেতরে থাকা কমান্ডার আহসান নিহত হন।

বিষয়টি ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কমান্ডার তার ট্যাংক নিয়ে টহল দিচ্ছিলেন। হঠাৎ এ ঘটনা ঘটে। এতে আরও দুই ইসরায়েলি সৈন্যও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ৪১ বছর বয়সী আহসান দ্রুজ সম্প্রদায়ের মানুষ। বছরব্যাপী গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা কমান্ডারদের মধ্যে অন্যতম তিনি। এ অফিসার মাত্র চার মাস আগে ব্রিগেড কমান্ডার নিযুক্ত হন এবং জাবালিয়া শরণার্থী শিবিরে আক্রমণে নেতৃত্ব দেন। তার মৃত্যুতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধে দেশটির নিহত সেনার সংখ্যা ৩৫৮ জনে দাঁড়াল।

এদিকে কমান্ডারের মৃত্যুতে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগ। তিনি আহসানকে একজন হিরো বলে অভিহিত করেছেন এবং বলেন, ইসরায়েল এবং ইসরায়েলি সমাজের জন্য এটি বড় ক্ষতি।

এদিকে গাজা ও লেবাননে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ডজন ডজন মানুষ প্রাণ হারাচ্ছে। গত ২৪ ঘণ্টায় গাজা ও লেবাননে তারা ১৭৫টি হামলা চালিয়েছে।

রোববার (২০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমানবাহিনী গত ২৪ ঘণ্টায় গাজা এবং লেবাননে আনুমানিক ১৭৫টি লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। এ সময়ে হিজবুল্লাহ এবং হামাসের ব্যবহৃত অস্ত্রের গুদাম, রকেট উৎক্ষেপণ সাইট এবং অন্যান্য অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

এফএইচ