tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অর্থনীতি প্রকাশনার সময়: ১৬ জানুয়ারী ২০২৪, ২১:৪২ পিএম

ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা


1687785187.Dolar

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় কমে যাওয়ার কারণে ডলারের দাম আরও একদফা বাড়ানো হল।


সেবাখাতসহ সব ধরনের রপ্তানি আয়, বিদেশ থেকে আসা রেমিটেন্স এবং আন্তঃব্যাংক ডলার কেনার ক্ষেত্রে বিনিময় হার হবে ১১০ টাকা, যা আগে ১০৯ টাকা ৫০ পয়সা ছিল। আর আমদানি, বিদেশে অর্থ পাঠানো এবং আন্তঃব্যাংকে ডলার বিক্রির ক্ষেত্রে বিনিময় হার হবে সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা, যা আগে ১১০ টাকা ছিল।

রোববার রাতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বৈঠকে ডলারের এই দাম নির্ধারণ করা হয়।

এই দর সোমবার থেকে কার্যকর করা হয়েছে বলে বাফেদার নির্বাহী সচিব আবুল হাশেম জানিয়েছেন। গত ১ সেপ্টেম্বর থেকে ডলারের একক দর ঠিক করে ব্যাংকিং চ্যানেলে রপ্তানি ও রেমিটেন্সসহ সব উৎসে ডলার কেনার দর ১০৯ টাকা ৫০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এনএইচ