জনগণ সরকারের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না : ড. হেলাল উদ্দিন
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, দেশের জনগণ ফুঁসে উঠেছে তারা এই ফ্যাসিস্ট সরকারের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবে না।
শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বেইলী রোড ও মালিবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো করে আবারো বিনা ভোটে ক্ষমতার মসনদে বসতে চায়। এজন্য তারা দেশের জনগণকে বোকা বানাতে নতুন নতুন অপকৌশলের আশ্রয় নিয়ে নানামুখি চক্রান্ত করে যাচ্ছে। আওয়ামী গোষ্ঠী ঘোষণা দিয়ে দেশের জনগণকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা ব্যাংক লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।
তিনি বলেন, দেশের মানুষের মানবাধিকার, বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই লুটেরা আওয়ামী সরকারকে বাংলাদেশের মানুষ আর রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। রাতের ভোটের এই অবৈধ সরকার আগামী ৭ জানুয়ারী একতরফা প্রহসনের নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। তিনি নীল-নকশার এই তামাশার নির্বাচন বর্জন করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা গ্রহণের আওয়ামী চক্রান্ত রুখে দিতে ঢাকা মহানগরসহ দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, শাহ মাহফুজুল হক, সুলতান উদ্দীন প্রমুখ।
দক্ষিণের নায়েবে আমীর বলেন, এই স্বৈরাচার সরকার মনে করেছে আমীরে জামায়াত সহ বিরোধী দলীয় শীর্ষ নেতৃবৃন্দকে কারাগারে আটক রেখে, নেতাকর্মীদের উপর দমন-পীড়ন চালিয়ে খুব সহজেই নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু এদেশের জনগণ তা হতে দিবে না। তারা জেগে উঠেছে, রাজপথে নেমে এসেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা আর ঘরে ফিরে যাবে না।
তিনি বলেন, প্রহসনের নির্বাচন রুখে দাঁড়াতে জামায়াতে ইসলামী দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। নিজে ভোট বর্জন করতে হবে একইসাথে নির্বাচন বর্জনের লিফলেট জনগণের কাছে পৌঁছে দিয়ে দেশবাসীকে ভোট বর্জনে উৎসাহিত করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রাণের দাবি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ দেশের সকল বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, বুক উঁচিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে নিজেদের অধিকার আদায় করবে।
এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।
মতিঝিল : কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে রাজধানীর মতিঝিলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় সেখানে পুলিশী বাঁধার মুখে পড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, শামসুল বারী, মোতাসিম বিল্লাহ, ছাত্রনেতা তাজুল ইসলাম প্রমুখ।
ডেমরা : কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে ডেমরা থানার কোনাপাড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জি এম. ডি. আলী, কে. এম. মোজাফফর হোসেন, আবু জয়নব, আবু মৃধা, জসিমউদদীন, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
সবুজবাগ : আজ শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সবুজবাগের বাসাবো এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামছুর রহমানের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু নাবিল, মাওলানা আবু মাহি, মো ইসহাক, শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, ছাত্রনেতা ফাহিম হাসান, হাসিব আহমেদ প্রমুখ।
খিলগাঁও : প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজ ২৩ ডিসেম্বর শনিবার সকালে খিলগাঁও থানার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমনের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ আলী, আবু মুয়াজ, সাজেদুর রহমান শিবলী, জামায়াত নেতা খোরশেদ আলম, আবিদুর রহমান, হুমায়ুন কবির, মোহাম্মদ সাইফুল্লাহ প্রমুখ।
ধানমন্ডি : ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকমীরা। এডভোকেট জসিম উদ্দিন তালুকদারের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম প্রমুখ।
শনির আখড়া : গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর শনির আখড়াই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য সাদেক বিল্লাহর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নওশের আহমেদ, রাসেল মাহমুদ প্রমুখ।
বংশাল : প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের লালবাগ-বংশাল এলাকায় মহানগরীর মজলিসে শুরা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়। সেখানে আরো উপস্থিত ছিলেন জোনের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
কদমতলী : প্রহসনের নির্বাচন বর্জন করে ভোটদান থেকে বিরত থাকার মাধ্যমে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজ ২৩ ডিসেম্বর শনিবার রাজধানীর কদমতলী এলাকায় লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণে আরও উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোঃ মহিউদ্দিন, মোঃ আতিকুর রহমান প্রমুখ।
সূত্রাপুর-সদরঘাট : জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ ২৩ ডিসেম্বর শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সূত্রাপুর-সদরঘাট এলাকার বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য সাইফুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, রানা সরকার, কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, নোমান শিকদার প্রমুখ।
যাত্রাবাড়ী : প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিনের যাত্রাবাড়ি এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসুচি পালন করা হয়। মহানগরীর মজলিসে শুরা সদস্য শাহজাহান খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আমিরুল ইসলাম, আবু তাহসিন, রবিউল ইসলাম, শ্রমিক নেতা জুবায়ের মাহমুদ, ছাত্রনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
হাজারীবাগ ও কামরাঙ্গীরচর : ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের গণআন্দোলনের অংশ হিসেবে আজ সকালে রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে জামায়াতের নেতাকমীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবী মানিকের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমান, শহীদুল ইসলাম সোহেল, আব্দুস সামাদ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি