tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৮:২৫ পিএম

জামায়াত অসহায় মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে : মোবারক হোসাইন


Magura_29_12_2023

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন , গণতন্ত্র ও সংবিধান মেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাজনীতি করছে। জামায়াত অসহায় মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে । জামায়াতের সকল কর্মসূচি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ।


শুক্রবার ( ২৯ ডিসেম্বর ) মাগুরা জেলার উদ্যোগে জেলা আমীর এমবি বাকের-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাঈদ আহমাদ-এর সঞ্চালনায় দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী সরকার জামায়াতে ইসলামীকে মিটিং-মিছিল করতে দিচ্ছে না। জামায়াতে ইসলামীর উপর জুলুম-নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। শতশত মামলা দিয়ে নেতাকর্মীদৈর হয়রানি করা হচ্ছে। নেতাকর্মীদের গুম, খুন ও পঙ্গু করা হচ্ছে। শীতবস্ত্র প্রদানের মতো মানবিক কাজেও ফ্যাসিস্ট সরকার বাধা দিচ্ছে। শত জুলুম-নির্যাতন অগ্রাহ্য করে জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। দেশের সকল দুর্যোগে জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মাগুরা জেলাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে গিয়েছে। দরিদ্র-অসহায় মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কর্মজীবী মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল, আদর্শবাদী ও গণকল্যাণমুখী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কাজ করে যাচ্ছে। আশা করি দুর্গত মানুষরা এতে কিছুটা হলেও উপকৃত হবেন। জামায়াতের এই কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি দুস্থ-অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সরকারসহ সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন।

আরও উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য জনাব ড. আলমগীর বিশ্বাস, জেলা অফিস সম্পাদক জনাব খাইরুল ইসলাম, মাগুরা শহর আমীর জনাব আশরাফুল আলম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি