মাইক্রোবাস চাপায় প্রাণ গেল ৪ শিশুর
Share on:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মসজিদে কোরআন পড়া শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় চার শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। তাদের অবস্থাও গুরুতর।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে শিমুলিয়ার কুঠিপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যুথি (১২)। বাকি একজনের তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে কয়েকজন শিক্ষার্থী বাড়ি ফিরছিল। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মিম মারা যায়। আহত হয় চারজন। তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তানজিলা ও বিথি মারা যায়। আহত ফাতেমা ও সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
দুর্ঘটনায় চার শিশুর প্রাণহানির প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জনতা।
এনএইচ