tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২৪, ১৯:৫৮ পিএম

সিনওয়ারের মৃত্যু দলকে আরও দৃঢ়সংকল্প করবে: হামাস


al-hayya-181024-01-1729257860

ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খলিল আল-হায়া যুদ্ধে তাদের নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন সিনওয়ারের মৃত্যুতে দল কেবল আরও দৃঢ়সংকল্পবদ্ধ হবে।


ফিলিস্তিনি জনগণের আকাঙ্খা পূরণের জন্য হামাস তাদের নিজস্ব পথেই চলবে বলে জানান তিনি।

হামাসের এই কর্মকর্তা বলেন, গাজায় যুদ্ধ শেষ না হওয়া এবং ইসরায়েলি সেনারা পুরোপুরি গাজা ছেড়ে চলে না যাওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ফেরত দেওয়া হবে না।

বৃহস্পতিবার রাফায় হামাস সদস্যদের খুঁজে বের করতে ইসরায়েলের নিয়মিত তল্লাশি অভিযানের সময় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার।

তার মৃত্যুর পর হামাসের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা হচ্ছেন, খলিল আল-হায়া। এক ভিডিও বার্তায় তিনি যুদ্ধে সিনওয়ারের মৃত্যুর খবর জানিয়েছেন।

বিবিসি জানায়, সিনওয়ারের মৃত্যুতে গাজায় যুদ্ধ পরিস্থিতির কোনও পরিবর্তন হবে বলে মনে করছেন না ফিলিস্তিনিরা।

এক ফিলিস্তিনি বলেছেন, হামাস নেতা সিনওয়ারের মৃত্যু নিয়ে যদিও নানাজন নানা মত প্রকাশ করছে। কিন্তু তিনি সিনওয়ারের মৃত্যুতে গাজার মানুষদের জন্য কোনও পরিবর্তন আসার লক্ষণ দেখছেন না।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি না যে, এতে সংঘাতের গতিপ্রকৃতি বদলাবে। কারণ, গত মাসে হাসান নাসরাল্লাহর মতো প্রভাবশালী হিজবুল্লাহ নেতা এবং এর আগে জুলাইয়ে ইসমাইল হানিয়ার মতো হামাস নেতার মৃত্যুতেও যুদ্ধ পরিস্থিতির মৌলিক কোনও পরিবর্তন ঘটেনি। বরং উত্তেজনা আরও বেড়ে গেছে। আর ফিলিস্তিনি হিসাবে আমাদের উদ্বেগ বেড়েছে।”

তার মতো আরেক ফিলিস্তিনিও বলেন, “সিনওয়ারের মৃত্যুতে গাজায় ইসরায়েলের চলমান দখলদারিত্বের অপরাধের অবসান হবে না। তবে ইসরায়েলের সঙ্গে হামাসের বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে এর কিছু প্রভাব পড়তে পারে। আমরা আশা করি এর মধ্য দিয়ে গাজায় আগ্রাসন এবং একবছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটুক।”

এনএইচ