tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ এএম

আচরণবিধি লঙ্ঘন, লাঙ্গল ও ঈগল প্রতীকের প্রার্থীকে জরিমানা


fine-20231226103903

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফেনী-৩ আসনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরি ও স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহকে জরিমানা করা হয়েছে।


সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম অনীক চৌধুরী।

এ সময় বড় পরিসরে লাঙ্গল প্রতীকের নির্বাচনী ক্যাম্প স্থাপন ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করায় দুই প্রার্থীকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় লাঙ্গল প্রতীকের প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার বিধি ১০(খ) লঙ্ঘন করে ৪০০ বর্গফুটের অধিক স্থানজুড়ে ক্যাম্প স্থাপনের অপরাধে এবং ঈগল প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আচরণ বিধিমালার বিধি ১০(গ) লঙ্ঘন করে আলোকসজ্জার অপরাধে দুই প্রার্থীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

এনএইচ